প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে মহানগরের স্টেশন রোডের কায়সার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, নওয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ আরিফ হোসেন ভূইয়া এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী।
এ সময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অংশ নেন শহীদ হারিস আহাম্মেদের যোগ্য সন্তান ও শহীদ হারিস আহাম্মেদ ফাউন্ডেশনের সভাপতি আহাম্মেদ আল রাকেশ মন্টি।
পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫